ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বাসচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
গোপালগঞ্জে বাসচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত দুর্ঘটনা কবলিত বাস

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় বাসচাপায় মশিউর রহমান (৫৫) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। হতাহতরা ব্যাটারি চালিত ইজিবাইকের যাত্রী।

রোববার (১৮ মার্চ) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মশিউর রহমানের বাড়ি জেলার কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর গ্রামে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ইজিবাইকে করে কাশিয়ানী থেকে গোপালগঞ্জ শহরে আসছিলেন মশিউরসহ পাঁচজন। পথে বিজয়পাশা এলাকায় চাকা ফেটে গেলে চালক ইজিবাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাস ইজিবাইকটিকে চাপা দিলে পাঁচজন আহত হন। এতে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।  

তিনি আরো জানান, পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মশিউর রহমান মারা যান।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।