রোববার (১৮ মার্চ) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মশিউর রহমানের বাড়ি জেলার কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর গ্রামে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ইজিবাইকে করে কাশিয়ানী থেকে গোপালগঞ্জ শহরে আসছিলেন মশিউরসহ পাঁচজন। পথে বিজয়পাশা এলাকায় চাকা ফেটে গেলে চালক ইজিবাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাস ইজিবাইকটিকে চাপা দিলে পাঁচজন আহত হন। এতে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
তিনি আরো জানান, পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মশিউর রহমান মারা যান।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এসআই