ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রলিচাপায় মাদ্রাসাছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
চাঁপাইনবাবগঞ্জে ট্রলিচাপায় মাদ্রাসাছাত্র নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রলির চাপায় জুবায়ের নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

রোববার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। জুবায়ের গোবরাতলা ইউনিয়নের মহিপুর-দিয়াড় এলাকার মো. ইমরান আলীর ছেলে এবং স্থানীয় নূরানী মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাইসাইকেলে করে মাদ্রাসায় যাচ্ছিলো জুবায়ের। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

এদিকে, ঘটনার পর ট্রলিচালক নজরুল পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।