ফেনী প্রেসক্লাবের আয়োজনে রোববার (১৮ মার্চ) সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
এসময় ডিবিসি নিউজের ফেনী প্রতিনিধি ও ফেনী প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন- ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল করিম মজুমদার, আবু তাহের, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, সাংবাদিক মুহাম্মদ আরিফুর রহমান, মো. মুহিব্বুল্লাহ ফরহাদ।
আবদুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন- সাংবাদিক আতিয়ার সজল, সৌরভ পাটোয়ারী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনী শাখার সাধারণ সম্পাদক জুলহাস তালুকদার, সাংবাদিক আমজাদুর রহমান রুবেল, তোফায়েল আহাম্মদ নিলয় প্রমুখ।
বক্তারা সাংবাদিক নির্যাতনকারী ডিবি পুলিশের আট সদস্যকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নির্যাতনকারীদের শাস্তি না হলে পুলিশের সংবাদ বর্জনসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এসএইচডি/ওএইচ/