ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বসত ঘরে আগুন, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
বাগেরহাটে বসত ঘরে আগুন, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাটে বসত ঘর আগুন লেগে নগদ টাকাসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

রোববার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন গোবরদিয়া গ্রামের মো. মানিকের ভাড়া দেয়া ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভাড়াটিয়া মুদি দোকানি আব্দুল হক বাংলানিউজকে বলেন, দুপুরে আগুন দেখে আমার স্ত্রী বিনার চিৎকার-চেচামেচিতে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।

পরে খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে আগুনে ঘরের চারটি কক্ষ ও কক্ষে থাকা নগদ ৮০ হাজার টাকাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বাগেরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সঞ্জয় দেব নাথ বাংলানিউজকে জানান, খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে।
 
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।