ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মুরাদনগরে বাসচাপায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
মুরাদনগরে বাসচাপায় নিহত ১

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের চাপায় জোহরা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (১৭ মার্চ) দুপুরে উপজেলার জাহাপুর ইউনিয়ন পরিষদের সামনে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জোহরা উপজেলার গাংগাটিয়া গ্রামের সুবা মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা পার হচ্ছিলেন জোহারা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপস্থিত জনতা বাসের হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করার দাবি করলেও এ বিষয়ে কিছু জানেন না বলে জানান মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. আরজুন মিয়া।  

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কোনো হেলপার আটক হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।