ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ৫০ হিজড়াকে সেলাই মেশিন বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
বাগেরহাটে ৫০ হিজড়াকে সেলাই মেশিন বিতরণ বাগেরহাটে ৫০ হিজড়াকে সেলাই মেশিন বিতরণ

বাগেরহাট: বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের জন্য বাগেরহাটে ৫০ জন হিজড়াকে সেলাই মেশিন দেওয়া হয়েছে।

রোববার (১৮ মার্চ) বিকেলে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী দিনে এ উপকরণ বিতরণ করা হয়।

শহরের দশানীস্থ নিরাপদ আবাসন কেন্দ্র মিলানয়তনে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল হোসেন।

সমাজসেবা অধিদফতর বাগেরহাটের উপ-পরিচালক কানিজ ফাতেমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সেবা অধিদফতর বাগেরহাটের সাবেক উপ-পরিচালক রেজাউল আলম, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ।

সমাজসেবা অধিদফতরের অর্থায়নে ও উদয়ন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের জন্য জেলার ৫০ জন হিজড়াকে ৫০ দিনব্যাপী দর্জি প্রশিক্ষণ দেওয়া হয়। পরে প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিনসহ দর্জির কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।