রোববার (১৯ মার্চ) রাত পৌনে ৯টায় ১নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জানা যায়, টাঙ্গাইলগামী একটি গমবাহী ট্রাক নারায়ণগঞ্জ ১নম্বর রেলগেট এলাকায় রেলক্রসিং পার হওয়ার ত্রুটি দেখা দেয়।
রেলওয়ে মাস্টার গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, ট্রেনটি আসার আগেই ট্রাকটিতে ত্রুটি দেখা দিলে আর চালু করা যায়নি। বর্তমানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, ট্রাকটি সরানোর পরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) জয়নাল আবেদিন জানান, ট্রেনের ধাক্কায় ট্রাকটি উল্টে গেলে রেল চলাচল বন্ধ হয়ে যায়। রেকার আনা হয়েছে, ট্রাকটি সরানো কাজ চলছে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
ওএইচ/