ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ট্রাক খাদে পড়ে নিহত ১, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
গাইবান্ধায় ট্রাক খাদে পড়ে নিহত ১, আহত ৫

গাইবান্ধা: গাইবান্ধায় ট্রাক খাদে পড়ে মমিন ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।

রোববার (১৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার গাইবান্ধা-নাকাইহাট সড়কের রামচন্দ্রপুর ইউনিয়ের গোপালপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মমিন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিঙ্গারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।

আহতদের নাম পরিচয় জানা যায়নি।

রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ বাংলানিউজকে জানান, গোপাল বাজারের পাশে শ্রমিকরা একটি ট্রাকে সকাল থেকেই গাছের গুল বোঝাই করছিলেন। রাতে পলাশবাড়ি যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও পাঁচজন আহত হয়। আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।