ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দেড় ঘণ্টা পর ঢাকা-না’গঞ্জ ট্রেন যোগাযোগ স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
দেড় ঘণ্টা পর ঢাকা-না’গঞ্জ ট্রেন যোগাযোগ স্বাভাবিক ট্রেনের ধাক্কায় উল্টে আছে ট্রাক/ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: রেল লাইনের ওপর উঠে গিয়ে বিকল হওয়া গমবোঝাই ট্রাকে ধাক্কার ঘটনায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার (১৯ মার্চ) রাত পৌনে ৯টার দিকে ১ নম্বর রেলগেট এলাকায় ওই ট্রাকটিকে ধাক্কা দিলে উল্টে যায়। পরে রাত ১০টার পর পুলিশ রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে নিলে যোগাযোগ স্বাভাবিক হয়।

স্থানীয় জানা যায়, টাঙ্গাইলগামী একটি গমবাহী ট্রাক নারায়ণগঞ্জ ১নম্বর রেলগেট এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে আর ট্রাকটি চালু হয়নি। এসময় ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেনের ধাক্কায় ট্রাকটি লাইনের ওপর উল্টে যায়।  

রেলওয়ে মাস্টার গোলাম মোস্তফা বাংলানিউজকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) জয়নাল আবেদিন জানান, ট্রেনের ধাক্কায় ট্রাকটি উল্টে গেলে রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।