ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে হেরোইনসহ ৩ মাদক বিক্রেতা আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
ঈশ্বরদীতে হেরোইনসহ ৩ মাদক বিক্রেতা আটক

পাবনা: ঈশ্বরদীতে ৬ গ্রাম হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রোববার  (১৮মার্চ ) রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

এরা হলেন- ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারপুর মহল্লার সারোয়ার হোসেন (৩৭), কাচারীপারা মহল্লার আলমগীর মোল্লা (৩৫) এবং পিয়ারাখালী মহল্লার লিখন (২৭)।

পাবনার সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, তারা দীর্ঘদিন ধরে ঈশ্বরদী পৌর এলাকার বিভিন্ন স্থানে হেরোইন বিক্রি করে আসছিলেন।

রোববার দিনগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আজিম উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে হেরোইন বিক্রির অভিযোগ রয়েছে। রাতে তাদের হাতেনাতে পুলিশ আটক করেছে। আগামীকাল সকালে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।