এরা হলেন- ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারপুর মহল্লার সারোয়ার হোসেন (৩৭), কাচারীপারা মহল্লার আলমগীর মোল্লা (৩৫) এবং পিয়ারাখালী মহল্লার লিখন (২৭)।
পাবনার সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, তারা দীর্ঘদিন ধরে ঈশ্বরদী পৌর এলাকার বিভিন্ন স্থানে হেরোইন বিক্রি করে আসছিলেন।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আজিম উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে হেরোইন বিক্রির অভিযোগ রয়েছে। রাতে তাদের হাতেনাতে পুলিশ আটক করেছে। আগামীকাল সকালে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এসএইচ