ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় পাটের গুদামে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
মাগুরায় পাটের গুদামে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

মাগুরা: মাগুরা সদরের নতুন বাজার এলাকায় পাটের গুদামে আগুন গেলে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। রোববার (১৮ মার্চ) শেষ রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় পাট ব্যবসায়ী বলাই সাহা বাংলানিউজকে বলেন, রাত ৩টার দিকে বাজারে নায়েব আলীর পাটের গুদামে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা  এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে  নায়েব আলীর পাটের  গুদামে কমপক্ষে ২০ লাখ টাকার ৮শ’ মণ পাট পুড়ে যায়।

মাগুরা ফায়ার সাভির্সের কর্মী খোকন হোসেন বাংলানিউজকে বলেন, খবর পাওয়ার পর শিগগিরই ঘটনাস্থলে আসায় আশপাশের পাটের  গোডাউনসহ বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো রক্ষা পেয়েছে।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।