ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৬

ময়মনসিংহ: ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ মার্চ) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এসএ নেওয়াজী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার (১৮ মার্চ) দিনগত মধ্যরাতে জেলার ১১টি উপজেলায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক বিক্রেতা, দণ্ডপ্রাপ্ত ও নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে দায়ের করা মামলায় ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।