সোমবার (১৯ মার্চ) উপজেলার বেতকাপা ইউনিয়নের হরিতলা বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক রেজাউল ঝালকাঠি জেলার আগরগাড়ী থানার বাবুল ব্যাপারীর ছেলে।
গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, রেজাউল ঝালকাঠি থেকে ইয়াবা গাইবান্ধায় সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ৫১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ বিষয়ে পলাশবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, ইতোপূর্বে রেজাউলের বিরুদ্ধে ডিএমপির রামপুরা, তেজগাঁও ও বাড্ডা থানায় তিনটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ০৬৫৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এনটি