মঙ্গলবার (২০ মার্চ) সকালে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রুবেল দক্ষিণ বালুবাড়ী সিপাহীপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আটক রুবেল দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
জিপি