ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় ধারালো অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
উখিয়ায় ধারালো অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক র‌্যাবের হাতে আটক রোহিঙ্গা ডাকাত দল

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ধারালো অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিনের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (১৯ মার্চ) দিনগত মধ্যরাতে কুতুপারংয়ের মধুরছড়া ক্যাম্প থেকে দু’টি রাম দা, দু’টি কিরিচ, তিনটি ছোট দা ও চারটি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের বি-বি জোনের ব্লক ১-২ এর বাসিন্দা মৃত রফিকের ছেলে করিম (৪৬), একই ক্যাম্পের ব্লক এএ-বি’র মৃত হাবিবুল্লাহর ছেলে আমিন (২৬), একই ব্লকের নুর মোহাম্দদের ছেলে শাকের (২০), ব্লক ই-১ (নতুন)’র মৃত নুর আলমের ছেলে রশিদ (২১) ও নাইটংপাড়ার আবু বক্করের ছেলে নূর ইসলাম (২৬)।

 

মঙ্গলবার (২০ মার্চ) দুপুর ১টার দিকে র‌্যাব-৭ এর সিনিয়ির সহকারী পরিচালক (মিড়িয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ে করে উখিয়া থানায় সোপার্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
টিটি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।