ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কাজ শেষ হওয়ার আগেই সরে গেছে দেয়াল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
কাজ শেষ হওয়ার আগেই সরে গেছে দেয়াল সরে গেছে নির্মাণাধীন দেয়াল

বরিশাল: বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকার টিবি হাসপাতাল সংলগ্ন পুকুরের পার রক্ষায় নির্মাণাধীন গাইড ওয়াল নির্ধারিত জায়গা থেকে সরে গেছে। এতে পুকুরের ওই দেয়ালটি (গাইড ওয়াল) যেকোনো সময় ধসে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।

তবে বরিশাল সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ এ মুহূর্তে বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে রাজি নয়। তাদের মতে পর্যাপ্ত যাচাই-বাছাই শেষেই দেয়ালটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের আমানতগঞ্জের ‘টিবি হাসপাতাল পুকুর’ খ্যাত বিশাল আকৃতির পুকুরটির চারপাশে ওয়াকওয়ে নির্মাণসহ সৌন্দর্যবর্ধনের চলমান কাজ বর্তমানে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে রয়েছে। চলমান রয়েছে পুকুরের চারপাশে গাইড বা পার রক্ষায় দেয়াল নির্মাণের কাজও।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ মার্চ) সকালে স্থানীয়রা পুকুরের পূর্ব পাড়ে নির্মাণাধীন ওই দেয়ালের বিভিন্ন অংশ আঁকা-বাঁকা অবস্থায় রয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান নুসরাত বিল্ডার্সের হয়ে কাজ পরিচালনার দায়িত্বে থাকা নাইম বাংলানিউজকে বলেন, বিসিসির প্রকৌশলীদের নকশা অনুযায়ী এই গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে। পুকুরের পূর্ব পাশের ৪০ ফুটের একটি দেয়ালের খণ্ড কিছুটা সরে গেছে। এটা মাটির কারণে হতে পারে।

বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান বাংলানিউজকে বলেন, ইতোমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেয়ালের একটি অংশ ডিসপজিশন হয়ে গেছে। এর কারণ হিসেবে পুকুরের পূর্ব পাড়ে মাটির গুণগত মান খারাপ হওয়া এবং নির্ধারিত সময়ের আগে ঠিকাদার কর্তৃক দেয়ালটির পাশে ফিলিং করাকেই মুখ্য হিসেবে দেখা হচ্ছে।

তিনি আরো বলেন, যাচাই-বাচাই ছাড়া দেয়ালটির বর্তমান অবস্থা নিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না। প্রয়োজনে নতুন করে দেয়ালটি আবারো করতে হতে পারে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।