মঙ্গলবার (২০ মার্চ) সকাল থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ পিঠা উৎসবে চুনারুঘাট উপজেলা ও আশপাশের এলাকা থেকে নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলাউদ্দিন বাংলানিউজকে জানান, আমুরোড হাইস্কুল অ্যান্ড কলেজের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের ১৭টি স্টল স্থান পেয়েছে এ উৎসবে।
এর আগে সকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবেদন হাসনাত চৌধুরী সনজু, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
আরবি/