ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে পিঠা উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
চুনারুঘাটে পিঠা উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমুরোড হাইস্কুল অ্যান্ড কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মার্চ) সকাল থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ পিঠা উৎসবে চুনারুঘাট উপজেলা ও আশপাশের এলাকা থেকে নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলাউদ্দিন বাংলানিউজকে জানান, আমুরোড হাইস্কুল অ্যান্ড কলেজের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের ১৭টি স্টল স্থান পেয়েছে এ উৎসবে।

স্টলগুলোতে স্থানীয়ভাবে জনপ্রিয় পুলি, ছই, ফাপড়া, সন্দেশ, কুটি ফাপড়া, ভাতের পিঠা, নারকেলের নাড়ু, নারকেলের চিড়া, ভাপা ও চিতইসহ হরেক রকের পিঠার সমাহার ঘটে।

এর আগে সকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবেদন হাসনাত চৌধুরী সনজু, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।