মঙ্গলবার (২০ মার্চ) দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়েরা বেগম একই এলাকার রিয়াজ উদ্দিন মণ্ডলের স্ত্রী।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে মিরপুর এলাকায় রাস্তার পাশে গরুকে খাওয়ানোর জন্য ঘাস কাটছিলেন সায়েরা। এসময় একটি মাইক্রোবাস ধান বোঝাই একটি ট্রাককে ওভারটেক করতে গেলে দু’টি গাড়িই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন সায়েরা। কীটনাশক কোম্পানি ইনতেফা এর মাইক্রোবাসটি নিয়ামতপুর উপজেলা সদর থেকে নওগাঁ ফিরছিল।
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এসআই