ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেনের ধাক্কায় প্যানেল মেয়র হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
ট্রেনের ধাক্কায় প্যানেল মেয়র হাসপাতালে আহত ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র খসরুজ্জামান ফারুক

কুষ্টিয়া: ট্রেনের ধাক্কায় কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র খসরুজ্জামান ফারুক আহত হয়েছেন। তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২০ মার্চ) দুপুরে ভেড়ামারা রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।  

ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা জানান, দুপুরে বাড়ি থেকে পৌরসভায় যাচ্ছিলেন ফারুক।

পথে ভেড়ামারা রেল স্টেশনের কাছে এলে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মাথায় আটটি সেলাই দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।