মঙ্গলবার (২০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কয়েকটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. শেখ সাদী এ অভিযানে নেতৃত্ব দেন।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৈয়দপুর বিসিক শিল্পী নগরীর আয়াত অটো ফ্লাওয়ার মিলস মালিক মো. ফয়সালকে ১৫ হাজার টাকা, শহরের বাঁশবাড়ী এলাকার গ্রামীণ ফুড প্রোডাক্টসের মালিক মো. আশরাফুল ইসলামকে ১৫ হাজার টাকা, রোজী সেমাই অ্যান্ড চিপস ফ্যাইরর মালিক মো. সাব্বিরকে ১০ হাজার টাকা, একই এলাকার মধু আইসক্রিম ফ্যাক্টরির মালিক মো. আলতাফ হোসেনকে ৪ হাজার টাকা, শহরের দিনাজপুর মোড়ের কুলসুম ফার্মেসির মালিক মো. মিরাজ হোসেনকে ৫ হাজার টাকা ও শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের আজিম উদ্দিন সুইটসের মালিক রঞ্জন কুমার সরকারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে রং মিশিয়ে চিপস, আইসক্রিম তৈরি, সংরক্ষণ, বাজারজাতকরণ, উৎপাদিত পণ্যের প্যাকেটের গায়ে মূল্য তালিকা না থাকা, উৎপাদন ও মেয়াদোর্ত্তীণের তারিখ উল্লেখ না থাকা এবং মেয়াদোর্ত্তীণ ওষুধ বিক্রির দায়ে এ জরিমানা আদায় করা হয়েছে।
ভেজাল বিরোধী অভিযানে সৈয়দপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. অহিদুল হক এবং সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়কে সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
আরবি/