ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে নোয়াখালীতে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে নোয়াখালীতে সংবাদ সম্মেলন উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে নোয়াখালীতে সংবাদ সম্মেলন

নোয়াখালী: স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে  নোয়াখালী জেলা প্রশাসন। 

মঙ্গলবার (২০ মার্চ) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও তথ্য অফিসের যৌথ আয়োজনে এ সংবাদ সম্মেলন হয়।

এতে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ মণ্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম, জেলা সিনিয়র তথ্য অফিসার কৃপাময় চাকমা, সদর উপজেলা ভূমি কর্মকর্তা সোহেল রানা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের প্রমুখ।

 

সংবাদ সম্মেলন শেষে ২২ মার্চ বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।