মঙ্গলবার (২০ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে তারা আত্মসমর্পণ করেন।
কাউন্সিলরের সহযোগীরা হলেন- আবু তাহের, আবু শাহাদাৎ, হোসেন সায়েম ও রাজু আহমেদ।
কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় লিয়াকত হোসেন খান রনি নামে এক ব্যক্তির জমি দখল করে তার ওই জমিতে থাকা হাঁস, মুরগি, গরু ও পুকুরের মাছ চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নং ওর্য়াড কাউন্সিলর ইকবাল হোসেনসহ তার ৮ জন সহযোগীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় ৫ জন আদালতে আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে ইকবালসহ ৪ জনকে কারাগারে ও জহিরুল নামে একজনকে জামিন দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
জেডএস