ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নাসিক কাউন্সিলর ইকবালসহ ৪ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
নাসিক কাউন্সিলর ইকবালসহ ৪ জন কারাগারে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল তার চার সহযোগীকে নিয়ে সিদ্ধিরগঞ্জের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন। এসময় আদালত শুনানি শেষে তাদের প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মঙ্গলবার (২০ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে তারা আত্মসমর্পণ করেন।  

কাউন্সিলরের সহযোগীরা হলেন- আবু তাহের, আবু শাহাদাৎ, হোসেন সায়েম ও রাজু আহমেদ।

কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় লিয়াকত হোসেন খান রনি নামে এক ব্যক্তির জমি দখল করে তার ওই জমিতে থাকা হাঁস, মুরগি, গরু ও পুকুরের মাছ চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নং ওর্য়াড কাউন্সিলর ইকবাল হোসেনসহ তার ৮ জন সহযোগীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় ৫ জন আদালতে আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে ইকবালসহ ৪ জনকে কারাগারে ও জহিরুল নামে একজনকে জামিন দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।