মঙ্গলবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারেজ উদ্দীন মণ্ডল বাওট স্কুলপাড়ার বাসিন্দা।
মটমুড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) সাহাবুদ্দীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, হারেজ উদ্দীন মণ্ডল বামুন্দীর একটি দোকান থেকে ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন। বাওট বাজারে বাস থেকে নেমে হাঁটতে শুরু করলে পেছন থেকে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া নেওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, নিহতের পরিবার থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
আরএ