মঙ্গলবার দুপুর ১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ব্র্যান্ডিং কমিটির ২৫তম সভায় কমিটির সদস্যদের বক্তব্যে এ তথ্য জানা যায়।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মইনুল হাসানের সঞ্চালনায় সভায় কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চিকিৎসক পিযুষ কান্তি বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সনাক সভাপতি কাজী শাহাদাত, সাংবাদিক বিএম হান্নান, সোহেল রুশদী প্রমুখ।
সভায় স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী জিএম মুজিবুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম. মাহফুজুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সাংবাদিক মো. মাসুদ আলমসহ সরকারি বিভিন্ন দফতরের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
টিএ