ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুর জেলা ব্র্যান্ডিংয়ে ইলিশেই সফলতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
চাঁদপুর জেলা ব্র্যান্ডিংয়ে ইলিশেই সফলতা ব্র্যান্ডিং কমিটির সভা

চাঁদপুর: রূপালী ইলিশকে কেন্দ্র করে চাঁদপুর জেলা ব্র্যান্ডিংয়ের কাজ শুরু হয় দুই বছর হলো। ২০০৮-২০০৯ অর্থ বছরে ইলিশ উৎপাদন ছিলো ১৪৫৮৩ মেট্রিক টন। ২০১৬-২০১৭ অর্থ বছরে তা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে ২৮০১৬ মেট্রিক টনে উন্নীত হয়েছে। আর ইলিশের এ সাফল্যের কারণে জেলা ব্র্যান্ডিংয়ে চাঁদপুর জেলার অবস্থান অন্যতম।

মঙ্গলবার দুপুর ১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ব্র্যান্ডিং কমিটির ২৫তম সভায় কমিটির সদস্যদের বক্তব্যে এ তথ্য জানা যায়।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মইনুল হাসানের সঞ্চালনায় সভায় কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চিকিৎসক পিযুষ কান্তি বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সনাক সভাপতি কাজী শাহাদাত, সাংবাদিক বিএম হান্নান, সোহেল রুশদী প্রমুখ।

সভায় স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী জিএম মুজিবুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম. মাহফুজুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সাংবাদিক মো. মাসুদ আলমসহ সরকারি বিভিন্ন দফতরের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।