মঙ্গলবার (২০ মার্চ) বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়েলর সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পীরেরবাগে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের সময় গোলাগুলিতে নিহত পুলিশ কর্মকর্তা জালাল উদ্দিনের হত্যাকারীকে খুঁজে বের করা হবে।
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করায় আগামী ২২ মার্চ (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রীকে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ওইদিন বিকেল ৪টায় রাজধানীর কয়েকটি পয়েন্ট থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা-কর্মচারীরা বঙ্গবন্ধু স্টেডিয়ামের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে থাকবেন সাধারণ মানুষও।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এমএ/