ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পাংশায় মাদক বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
পাংশায় মাদক বিক্রেতার কারাদণ্ড দণ্ডপ্রাপ্ত মাদক বিক্রেতা

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় দুই কেজি গাঁজাসহ আটক রমজান আলী মণ্ডল (৫০) নামে এক মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল হক তাকে এ দণ্ড দেন। এর আগে সন্ধ্যায় উপজেলার পালেরডাঙ্গী গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রমজান পালেরডাঙ্গী গ্রামের মৃত হোসেন আলী মণ্ডলের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক রাজীব মিনা বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রমজানের বাড়িতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

এদিকে, উদ্ধার করা গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।