মঙ্গলবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল হক তাকে এ দণ্ড দেন। এর আগে সন্ধ্যায় উপজেলার পালেরডাঙ্গী গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
রমজান পালেরডাঙ্গী গ্রামের মৃত হোসেন আলী মণ্ডলের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক রাজীব মিনা বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রমজানের বাড়িতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।
এদিকে, উদ্ধার করা গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
টিএ