মঙ্গলবার (২০ মার্চ) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা রিসোর্স সেন্টার উদ্বোধন ও অগ্রণী ব্যাংকের ক্ষুদ্র এবং এসএমই ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, মুনাফা অর্জনই ব্যাংকগুলোর মূল লক্ষ্য হওয়া উচিৎ নয়।
গ্রামের মানুষ ও কৃষিকে কেন্দ্র করেই বাংলাদেশের সবকিছু পরিচালিত হয়।
ধনবাড়ী বাসস্ট্যান্ডে শিল্প ও বণিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক টাঙ্গাইল’র ডিজিএম মাহফুজুর রহমান মিয়া।
সভায় অন্যান্যের মধ্যে অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, উপ ব্যবস্থাপনা পরিচালক মো. খাইরুল কবির, ময়মনসিংহ সার্কেলের মহা ব্যবস্থাপক এইচআরপিডিওডি মো. খোরশেদ আলম, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য বদিউল আলম মঞ্জু, ধনবাড়ী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. হারুনার রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
আরএ