মঙ্গলবার (২০ মার্চ) দুপুর ২টার দিকে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।
ঢাকী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস শাহিদ ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য ও মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির প্রাক্তন সভাপতি মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম মানিক, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মো. ইদ্রিছ আলী, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (এমএস) আব্দুর রহমান, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
আরবি/