মঙ্গলবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে মধুপুর উপজেলার মালাউড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
রিজিয়া মধুপুর উপজেলার পৌর শহরের চন্দ্রিমা আবাসিক এলাকার ডা. আবুল হোসেনের স্ত্রী।
পথচারীদের বরাত দিয়ে মধুপুর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, রাস্তা পার হতে গেলে বিনিময় সার্ভিসের যাত্রীবাহী একটি বাস ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মধুপুর থানার উপ পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম জানান, নিহতের পরিবার থেকে মামলা না করায় আপোস রফায় পুলিশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
আরএ