মঙ্গলবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজের সামন থেকে তাকে উদ্ধার করা হয়।
ওই স্কুলছাত্রী বাংলানিউজকে বলেন, মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঝিনাইদহ শহরের পায়রাচত্বর থেকে মাগুরা পলিটেকনিকের শিক্ষার্থী সুমন, ঝিনাইদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছুম্মা, সুমি আক্তার, ৮ম শ্রেণির শিক্ষার্থী তানিয়া, কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকার সামিয়া, সাদিয়াসহ আরো দুই ছেলে আমাকে ছুরি দেখিয়ে জোর করে মাইক্রোবাসে তুলে।
আমলা পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলী ইমরান বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় আমলা বাজার থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। তবে মাইক্রোবাসসহ অপহরণকারীরা পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
টিএ