ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ফ্লাইট বাতিল, যাত্রীদের দুর্ভোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
সৈয়দপুরে ফ্লাইট বাতিল, যাত্রীদের দুর্ভোগ

নীলফামারী: যান্ত্রিক ত্রুটির কারণে সৈয়দপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হয়েছে। ত্রুটি সারিয়ে মঙ্গলবার (২০ মার্চ)  দুপুরের ওই বিমানটি রাতে অবতরণের আশ্বাস দেওয়া হলেও আর সৈয়দপুর বিমানবন্দরে আসেনি। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহীন আহমেদ জানান, হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পর পর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণ করে ফ্লাইটটি।  

যাত্রীরা অভিযোগ করেন, ফ্লাইট বাতিলের আগ পর্যন্ত কিছুই বলেনি কর্তৃপক্ষ।

দুপুরে খাবারের পরিবর্তে বিস্কুট দেওয়া হয়েছে যাত্রীদের।  

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।