মঙ্গলবার (২০ মার্চ) দিনগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
আটককৃতরা হলেন- নগরের কাউনিয়া এলাকার মৃত কামরুল গাজীর ছেলে সজল ওরফে সাজন (২৫), নতুনবাজার এলাকার সাগর মজুমদারের ছেলে জনি মজুমদার (২৮), বিএম স্কুল রোড এলাকার আলী হোসেন মৃধার ছেলে জুম্মান হোসেন মৃধা (২৬), শীতলাখোলা এলাকার সাগর মজুমদারের ছেলে সুজন (২৮) ও পুরান বাজার এলাকার মৃত কালাচান ধরের ছেলে কাজল ধর (৩২)।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. নাসির উদ্দিন মল্লিক বাংলানিউজকে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন ডিবির উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন।
বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮/ আপডেট: ১৩০৬
এমএস/আরআর/এএটি