ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ৭ ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
মাগুরায় ৭ ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা মাগুরায় ৭ ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

মাগুরা: মাগুরার সদর ও মহম্মদপুর উপজেলার ৭টি অবৈধ ইটভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্র্যামমাণ আদালত। 

পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার (২০ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ আদালত পরিচালিত হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন জানান, তার নেতৃত্বে মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলার ৯টি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়।

এ সময় ৮টি ভাটার টিনের চিমনি ভেঙে ফেলে ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। একইসঙ্গে অবৈধভাবে ভাটা স্থাপন করে জ্বালানি হিসেবে কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি করার জন্য ৭টি ভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।  

বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।