বুধবার (২১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলীম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণানীশিতা ফেনীর বারাহীপুরে ক্রসিংয়ের উপর দিয়ে অতিক্রমকারী একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানটি রেললাইনের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন এসআই আবদুল আলীম।
এদিকে দুপুরে এ প্রতিবেদন লেখা সময় আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮/ আপডেট: ১৩৩৬
এসএইচডি/আরআর/এএটি