ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
মাগুরায় যুবকের মরদেহ উদ্ধার

মাগুরা: মাগুরা সদর উপজেলার চন্দনপ্রতাপ গ্রামের একটি মাঠ থেকে মোহাম্মদ শিপন (২৫) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। শিপন পার্শ্ববর্তী হাজিপুর গ্রামের আশরাফ হোসেনের ছেলে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব বাংলানিউজকে জানান, সকালে চন্দনপ্রতাপ গ্রামের ঈদগাঁর পার্শ্ববর্তী একটি বেগুন ক্ষেতের পাশে শিপনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এসময় ঘটনাস্থলের পাশ থেকে শিপনের ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, মাথায় আঘাতের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তদন্ত চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।