ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ওসিকে দেখে নেওয়ার হুমকি, বাউফল থানায় জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
ওসিকে দেখে নেওয়ার হুমকি, বাউফল থানায় জিডি পটুয়াখালীর ম্যাপ।

পটুয়াখালী: মামলায় আসামীর বিরুদ্ধে চার্জশিট দেওয়ায় ওসিকে দেখে নেওয়ার হুমকির ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফলে। 

এ ঘটনায় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হুমকিদাতার বিরুদ্ধে।

বিষয়টি নিশ্চিত করে ওসি মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২০ মার্চ) সকালে মোবাইল ফোনে শাহিন নামের এক ব্যক্তি ফোন দেয়।

 

এসময় ওই ব্যক্তি তার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রসঙ্গ টেনে বিভিন্ন ধরনের জবাবদিহীতা চান এবং ওসিকে দেখে নেওয়াসহ নানান ধরনের হুমকি প্রদর্শন করেন। এরপর ঘটনার বিবরণ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

ওসি আরও জানান, শাহিন মদনপুর ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মোসলেম উদ্দিন মৃধার ছেলে। সম্প্রতি ৪টি মামলায় শাহিনের বিরুদ্ধে আদালতে চার্জশির্ট দাখিল করা হয়।  

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।