ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
বগুড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বৃদ্ধ খুন খুন হওয়া বৃদ্ধের নিথর দেহ। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাহান বক্স (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।

বুধবার (২১ মার্চ) সকালের দিকে শহরের কলোনি এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নিহত বৃদ্ধ শহরের চকলোকমান কলোনি এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে এবং তিনি সাবেক সেনা সদস্য।

ঢাকা থেকে জাহান বক্স ভোরে ওই এলাকায় আসেন। এরপর রিকশাযোগে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে করতোয়া রোডে একটি মসজিদের সামনে পৌঁছালে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি এমদাদ হোসেন।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।