ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শাহীন ও শাহরীনের অস্ত্রোপচার সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
শাহীন ও শাহরীনের অস্ত্রোপচার সম্পন্ন শাহীন বেপারি ও শাহরীন। ছবি: বাংলানিউজ

ঢাকা: নেপালে ইউএস-বাংলার প্লেন দুর্ঘটনায় আহত দুই যাত্রী শাহীন বেপারি ও শাহরীনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হয়ে অস্ত্রোপচার চলে বেলা ১২টা পর্যন্ত। এরপর তাদের দুজনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

অস্ত্রোপচার শেষে সংবাদ সম্মেলনে বার্ন ইউনিটের সমন্বয়ক ও প্লেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. সামন্তলাল সেন বলেন, শাহরীন ও শাহীনের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শাহরীনের থাই থেকে চামড়া নিয়ে শরীরের ক্ষত জায়গায় পুরোপুরি নতুনভাবে চামড়া প্রতিস্থাপন করা হয়েছে। আশা করা যায় তিনি দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন এবং তাকে ঝুকি মুক্ত বলা যায়। তবে শাহীনের আরও কয়েকটি অস্ত্রোপচার করা লাগবে।

তিনি আরও বলেন, কবির হোসেন, শাহরীন ও শাহীন ছাড়া বাকিরা সবাই ভালো আছেন।  

ঢামেক বার্ন ইউনিটের অধ্যাপক অধ্যাপক ডা. আবুল কালাম জানান, আহত কবির হোসেন প্রথম থেকেই ক্রিটিক্যাল অবস্থাতে রয়েছেন। তাকেও জরুরী ভিত্তিতে অস্ত্রোপচার করা লাগবে। আশা করি আগামীকাল অথবা পরশু তার অস্ত্রোপচার করা হবে।

মঙ্গলবার (২০ মার্চ) শ্বাস কষ্টজনিত সমস্যার কারণে শাহীন বেপারিকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

রোববার (১৮ মার্চ) ইউএস-বাংলার তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০৭২ ফ্লাইটে বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকায় নামেন শাহীন বেপারি। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৫টা ৮ মিনিটের দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স ঢামেক হাসপাতালে পৌঁছে।

সোমবার (১৯ মার্চ) বিকেলে ইউএস-বাংলার তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০৭২ ফ্লাইটে ঢাকায় পৌঁছান কবির হোসেন। সেখান থেকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢামেক হাসপাতালে পৌঁছায় বিকেল সাড়ে ৪টার দিকে।

প্লেন দুর্ঘটনায় আহত শাহীন ও শাহরীনের অস্ত্রোপচার শুরু

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এজেডএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।