এসময় ওইসব পরিবারের তিনটি গরু, আসবাবপত্র, ধান, চাল, হাঁস-মুরগি, স্বর্ণালঙ্কারসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
বুধবার (২১ মার্চ) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার আনোয়ার হোসেনের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। সৈয়দপুর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, ওই এলাকায় পুকুর দীঘি না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়।
অগ্নিকাণ্ডের পর সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ ও বোতলাগাড়ি ইউপি চেয়ারম্যান আল-হেলাল চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ জানান, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে এক বান ঢেউটিন, তিন হাজার টাকা ও শুকনো খাবার দেওয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে সাহায্যের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
আরএ