ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গা উপজেলা ভূমি অফিস উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
নলডাঙ্গা উপজেলা ভূমি অফিস উদ্বোধন নলডাঙ্গা বাজারে ভূমি অফিস উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলা ভূমি অফিস উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় নলডাঙ্গা বাজারে এ অফিস উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. রেজা হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-  সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুজ্জামান ভূঞা, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম ভুঁইয়া, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী মণ্ডল, সাধারণ সম্পাদক অধ্যাপক এসএম ফিরোজ, জেলা পরিষদ সদস্য রঈচ উদ্দিন রুবেল, পৌরসভার প্যানেল মেয়র-১ মো. সাহেব আলী,
ব্রক্ষ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু, মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ান, খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, পিপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিমুদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলী মণ্ডল, সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক এসএম ফকরুদ্দিন প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।