বুধবার (২১ মার্চ) সকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সোনাইমুড়ী পৌরসভার ভানুয়াই গ্রামের আবদুল মালেকের ছেলে মো. ওয়াসিম (২৭), একই লাউতলা গ্রামের মৃত অনিল চন্দ্র সিংহের ছেলে পিযুষ চন্দ্র সিংহ (২২)।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সোনাইমুড়ী পৌরসভায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এসআই