বুধবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের শাহজীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অনুপম বড়ুয়া চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার আবুরাইন গ্রামের মৃত হরিতোষ কুমার বড়ুয়ার ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, বুধবার সকালে ইঞ্জিনিয়ার অনুপম বড়ুয়া বাসা থেকে মোটরসাইকেলে করে বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক অনুপম বড়ুয়াকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
আরএ