বুধবার (২১ মার্চ) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহজাহান আলীর বাড়ি উপজেলার তাড়াশ ইউনিয়নের খুটিগাছা গ্রামে।
তাড়াশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল শেখ জানান, মঙ্গলবার রাতে অটোরিকশায় যাত্রী নিয়ে তাড়াশ-কাউরাইল সড়কের লিডো কিন্ডার গার্টেনের কাছে এলে পেছন থেকে পাথর বোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে সেখান চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এসআই