বুধবার (২১ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর অফিস সহকারী আনোয়ার হোসেন বিষয়টি জানায়।
আটক আইয়ুব আলী বেলকুচি পৌর এলাকার সুবর্ণসাড়া গ্রামের মৃত আসমত আলী সরকারের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ মার্চ) রাতে সুবর্ণসারা উত্তপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আইয়ুব আলীকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে দেড় কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এনটি