বুধবার (২১ মার্চ) বিকেলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেন। জাতীয় সংসদের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অধিবেশন আহ্বানের বিষয়টি নিশ্চিত করা হয়।
এই অধিবেশনে বেশ কিছু বিল পাস হবে। এছাড়া নতুন কিছু বিল উত্থাপিত হবে। এর বাইরে বাংলাদেশের অগ্রগতি নিয়ে অনির্ধারিত আলোচনা হবে।
দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন অনুষ্ঠিত হয় গত ৭ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সাংবিধানিক বাধ্যবাধকতায় এক অধিবেশন শেষ হওয়ার ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসে।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এসএম/এইচএ/