শুক্রবার (২৩ মার্চ) দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) থেকে আফসানার মরদেহ তার উত্তরায় বাসায় নিয়ে গেলে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
কান্নাজড়িত কণ্ঠে স্বজনদের অনেকই বলতে দেখা গেছে, মাত্র ১০ দিন আগে ছেলেটার (তামজিদ বিন সুলতান মাহি) বাবা মারা গেলেন।
এসময় মাহির কয়েকজন সহপাঠীকে বলতে দেখা যায়, মাহির কেমন যেনো নিরব হয়ে গেছে, কান্নাকাটি করছে না, একদম চুপ হয়ে গেছে।
আবিদ-আফসানা দম্পতির আত্মীয় মো. সেজান বাংলানিউজকে বলেন, আমরা এ শোক কিভাবে মেনে নেব জানি না। এ কি হয়ে গেলে। এখন মাহি কি হবে? সে কিভাবে মা-বাবা হারানোর ব্যথা ভুলবে?
পারিবারের লোকজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নামাজে জানাজা ও দাফন সম্পন্নের জন্য ইতোমধ্যে আফসানা খানমের গোসল সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাকে বনানীতে স্বামীর কবরের পাশেই দাফন করা হবে।
** ‘শেষবার’ উত্তরার বাসায় নিথর আফসানা
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
এমএসি/ওএইচ/