শুক্রবার (২৩ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে ভোরে আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এ ট্রেন থেকে এসব গাঁজা জব্দ করা হয়।
আখাউড়ার শ্যামগ্রাম সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার আব্দুর রহমান শেখ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজিবি সদস্যরা আখাউড়া রেলস্টেশনে যাত্রা বিরতির সময় নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটিতে অভিযান চালায়। এ সময় একটি বগিতে যাত্রীদের মালামাল রাখার জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় গাঁজা চালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
আরবি/