ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

লোহাগড়ায় ৯ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
লোহাগড়ায়  ৯ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

নড়াইল: নড়াইলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) আওতাধীন এইচএসসি পৌরনীতি প্রথমপত্র পরীক্ষায় নয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৩ মার্চ) দুপুরে লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে এ ঘটনা ঘটে।

লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন তাদের বহিষ্কার করেন।

এম এম আরাফাত হোসেন বলেন, পকেটে কাগজপত্র এবং দু’জনের কাছে বই পাওয়া গেছে-এমন সুনির্দিষ্ট কারণে নয়জনকে বহিষ্কার করা হয়েছে।
ওই কলেজের অধ্যক্ষ শরীফ এনামুল কবীর বহিষ্কারের কথা নিশ্চিত করে বলেন, বহিষ্কার হওয়া নয়জনের মধ্যে একজন ছাত্রী ও আটজন ছাত্র রয়েছে। ওই কেন্দ্রে ২৩০ জন পরীক্ষার্থী ছিল।
    
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।