শুক্রবার (২৩ মার্চ) দুপুরে লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে এ ঘটনা ঘটে।
লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন তাদের বহিষ্কার করেন।
এম এম আরাফাত হোসেন বলেন, পকেটে কাগজপত্র এবং দু’জনের কাছে বই পাওয়া গেছে-এমন সুনির্দিষ্ট কারণে নয়জনকে বহিষ্কার করা হয়েছে।
ওই কলেজের অধ্যক্ষ শরীফ এনামুল কবীর বহিষ্কারের কথা নিশ্চিত করে বলেন, বহিষ্কার হওয়া নয়জনের মধ্যে একজন ছাত্রী ও আটজন ছাত্র রয়েছে। ওই কেন্দ্রে ২৩০ জন পরীক্ষার্থী ছিল।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
আরএ