ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
নরসিংদীতে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ ১১ সংঘর্ষে টেঁটাবিদ্ধ কয়েকজন

নরসিংদী: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১১ জন টেঁটাবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় নরসিংদী সদর উপজেলার দুর্গম চর এলাকা করিমপুর ইউনিয়নের বগারগোত গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের বিলাল মেম্বারের সমর্থক আমির আলী সকালে জমি চাষ করতে গেলে প্রতিপক্ষ বাচ্চু মিয়া গ্রুপের লোকজন তাতে বাধা দেয়।

এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে টেঁটাযুদ্ধ হয়। এতে উভয়পক্ষের ১১ জন টেঁটাবিদ্ধ হন।

এরা হলেন-আলমগীর হোসেন, আমির আলী, আজগর আলী, জমির আলী, জুয়েল, হবি মিয়া, দানিছ, সভামুল্লক, হারেছ মিয়া, কাশেম বয়স, হেলাল উদ্দিন।

আহতদের মধ্যে আলমগীর হোসেনকে ঢাকা মেডিকেল হাসপাতালে এবং দানিছ, সভামুল্লক ও হারেছ মিয়াকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা কমপ্লেক্স এবং বাকীদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদী সদর হাসপাতালের মেডিকেল অফিসার রোজি সরকার জানান, টেঁটাবিদ্ধদের শরীর থেকে টেঁটা বের করার চেষ্টা চলছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টেঁটাবিদ্ধরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।