শুক্রবার (২৩ মার্চ) দুপুরে নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা দেন। ফরহাদ উপজেলার কাজলিয়া গ্রামের মৃত আবুল খায়ের মিয়ার ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার বাংলানিউজকে জানান, ফরহাদ প্রায়ই তার গ্রাম থেকে নাটঘর গ্রামে এসে মেয়েদের উত্ত্যক্ত করতেন। এলাকাবাসী তাকে নিষেধ করলেও তিনি তা শোনেননি।
বৃহস্পতিবার বিকেলে ফরহাদ নাটঘর গ্রামে এসে এক মেয়ের বাড়িতে গিয়ে তাকে উত্ত্যক্ত করে। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
আরএ